মোবাইল : 01730-752050, 01726-315970, ই-মেইল : hf.eduboard@gmail.com

প্রধান শিক্ষক ও প্রতিনিধিদের প্রশিক্ষণ কর্মশালা ২০২৪

প্রধান শিক্ষক ও প্রতিনিধিদের প্রশিক্ষণ কর্মশালা ২০২৪

অহি-র জ্ঞান ভিত্তিক আলোকিত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় নিন!

প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর অঙ্গ প্রতিষ্ঠান ‘হাদীছ ফাউণ্ডেশন শিক্ষা বোর্ড’-এর উদ্যোগে বোর্ড-এর অধিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও প্রতিনিধিদের নিয়ে রাজশাহী নগরীর নওদাপাড়াস্থ হোটেল স্টার-এর কনভেনশন হলে আয়োজিত ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ‘শিক্ষা বোর্ড’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব একথা বলেন। তিনি বলেন, যোগ্য শিক্ষক ব্যতীত যোগ্য শিক্ষার্থী গড়ে উঠতে পারে না। নরম মাটি যেভাবে কারিগরের হাতে সুন্দর হাড়ি-পাতিলে পরিণত হয়, নরম শিশুগুলি তেমনি সুন্দর ও চরিত্রবান শিক্ষকের হাতে সুন্দর মানুষে পরিণত হয়। সে হয় তার শিক্ষকের জন্য ছাদাক্বায়ে জারিয়া স্বরূপ। যার নেকী তিনি মৃত্যুর পরেও পেয়ে থাকেন।

‘শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিবের সভাপতিত্বে আয়োজিত উক্ত প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা-এর অতিরিক্ত পরিচালক জনাব জুনায়েদ মুনীর, জাপান ইন্টারন্যাশনাল স্কুল এ্যাণ্ড কলেজ, গাজীপুর-এর ভাইস প্রিন্সিপাল জনাব শামসুযযোহা, রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রভাষক মুহাম্মাদ আব্দুল মান্নান, ‘শিক্ষা বোর্ড’-এর সচিব জনাব শামসুল আলম, প্রধান পরিদর্শক ড. কাবীরুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. নূরুল ইসলাম ও সহকারী পরিদর্শক আব্দুন নূর প্রমুখ। প্রশিক্ষণে মোট ৮৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।